# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সমন্বয় কমিটির (ডব্লিউ এলসিডি) সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ৩নং ওয়ার্ড পাগলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মুহাম্মদ আব্দুর রহিম রিপনের সভাপতিত্বে ওয়ার্ড সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস। এ সময় পাগলারচর গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সমন্বয় কমিটির সভার শুরুতে উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস ওয়ার্ড সমন্বয় কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনা করেন। পরে সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম রিপন তার ওয়ার্ডের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধানের কথা বলেন।
প্রধান অতিথি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম বলেন, “আমরা ৩ নং ওয়ার্ড পাগলারচর গ্রামের সমস্যাগুলো আগে চিহ্নিত করেছি। আরো মতামত নিতে এসেছি কি করে কাজ গুলো সুন্দর ভাবে করা যায়। আগামী মাসের শুরুতে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করবো। রাস্তা মেরামত করনে অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার দেওয়া হবে।’’
তিনি আরো বলেন এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস, কিশোর গ্যাং, ইভটিজিং হলে আপনারা আমাদের সহযোগিতা নিবেন।