• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

বাজিতপুর পৌর ওয়ার্ড সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সমন্বয় কমিটির (ডব্লিউ এলসিডি) সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ৩নং ওয়ার্ড পাগলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মুহাম্মদ আব্দুর রহিম রিপনের সভাপতিত্বে ওয়ার্ড সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস। এ সময় পাগলারচর গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সমন্বয় কমিটির সভার শুরুতে উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস ওয়ার্ড সমন্বয় কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনা করেন। পরে সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম রিপন তার ওয়ার্ডের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধানের কথা বলেন।
প্রধান অতিথি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম বলেন, “আমরা ৩ নং ওয়ার্ড পাগলারচর গ্রামের সমস্যাগুলো আগে চিহ্নিত করেছি। আরো মতামত নিতে এসেছি কি করে কাজ গুলো সুন্দর ভাবে করা যায়। আগামী মাসের শুরুতে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করবো। রাস্তা মেরামত করনে অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার দেওয়া হবে।’’
তিনি আরো বলেন এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস, কিশোর গ্যাং, ইভটিজিং হলে আপনারা আমাদের সহযোগিতা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *