# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরে ১৫ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দাসপাড়া গ্রামের আলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)। পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ডিবির এসআই রমজান আলীর নেতৃত্বে গতকাল ২৩ আগস্ট বুধবার রাতে বাজিতপুরের সরিষাপুর এলাকা থেকে মদ বিক্রির সময় রুবেলকে গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।