• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ অপরাহ্ন |
  • English Version

হারাম উপার্জনের ধরন ; সংকলনে- ডা. এ.বি সিদ্দিক

অর্থ উপার্জনের ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলামীনের যেই সমস্ত বিধি-বিধান রয়েছে তা পালন করে যারা উপার্জন করবে, তারা মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে পুরষ্কৃত হবে। পক্ষান্তরে যারা দুনিয়াবী প্রয়োজন পূরণ করতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করবে, তারা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, রোজী-রোযগার করার ক্ষেত্রে কুরআন-সুন্নাহর যেই বিধি-বিধান রয়েছে, হালাল উপার্জনের যেই মূলনীতিগুলো আছে, তা অনেকেই জানেন না। যার দরুণ উপার্জন করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের হারাম উপার্জনের সাথে জড়িত হন। উদাহরণ স্বরূপ, প্রতারণার কথা উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ আমাদের সমাজের যেই সমস্ত মানুষ হারাম উপায়ে সম্পদ উপার্জন করে থাকে তাদের উপার্জনের পদ্ধতির মধ্য থেকে অন্যতম একটি পন্থা হল প্রতারণা।
প্রতারণার পরিচয়: প্রতারণা বলতে ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ^াস ভঙ্গ করা ইত্যাদি বুঝায়। আর ইসলামী পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। ইসলামী শরিয়তে প্রতারণার কোন স্থান নেই। এটি মারাত্মক ধরনের কবীরা বা বড় গুনাহ। প্রতারণা করা কোন মুসলিমের স্বভাব হতে পারে না। কেননা এটি মুনাফিকদের স্বভাব। যেমন আল্লাহ রব্বুল আলামীন বলেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন, আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকদের দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে। (সূরা নিসা: ১৪২)
অন্যত্র এসেছে, তারা (মুনাফিকরা) আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করে। অথচ (প্রকৃত পক্ষে) তারা নিজেদেরকেই প্রতারিত করতেছে এবং তারা তা বুঝতে পারে না। (সূরা বাকারা: ৯)
উল্লেখিত দুইটি আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে, প্রতারণা করা বা অন্যকে ধোঁকা দেওয়া মুনাফিকদের স্বভাব। এটি মুসলিমদের আদর্শ নয়।
প্রতারণার ধরন ও ক্ষতি: বর্তমান সময়ে নানারকমভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা হয়। তবে সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যে প্রতারণার নমুনা বেশি দৃষ্টিগোচর হয়। যেমন- ওজনে কম দিয়ে, জাল নোট চালিয়ে, পণ্য-দ্রব্যের দোষ গোপন করে ভালো জিনিস দেখিয়ে বিক্রয়ের সময় খারাপ জিনিস দিয়ে, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে, খাদ্যে ভেজাল ও ফরমালিন মিশিয়ে, দায়িত্বে অবহেলা করে, দুধের পশু বিক্রয়ের সময় পশুর স্তনে দুধ জমিয়ে রেখে, সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃক ভালো মানের সেবার মূল্য নিয়ে যথাযথ সেবা না দিয়ে, সম্পত্তি বন্টনে গরমিল করে ইত্যাদিভাবে মানুষ প্রতারণা করে টাকা-পয়সা উপার্জন করে থাকে। অথচ বিশ^নবী মুহাম্মদ (সা.) বলেছেন, প্রতারক জাহান্নামে যাবে। (বুখারী: ১/২৮পৃষ্ঠা)
আব্দুল্লাহ ইবনু আমর (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, প্রতারক, কৃপণ ও খোঁটা দানকারী জান্নাতে যাবে না। (নাসাঈ আশরিবা অধ্যায়)
আবূ হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সা.) খাদ্য শস্যের একটি স্তুপের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি স্তুপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন ফলে হাতের আঙ্গুলগুলো ভিজে গেল। তিনি বললেন, হে স্তুপের মালিক! এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তুপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারতো। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই। (মুসলিম: ১৮৫)
উপরোল্লিখিত হাদীস গুলো থেকে পরিষ্কার হয়ে যায় যে, প্রতারণা বা ধোঁকাবাজী করা মারাত্মক অন্যায় কাজ। কেননা প্রতারণার কারণে একটি পক্ষ বাহ্যিকভাবে লাভবান হলেও প্রকৃতপক্ষে প্রতারক শ্রেণী ক্ষতিগ্রস্থই হয়। তারা মহান আল্লাহ তায়ালার ক্রোধ ডেকে আনে, রাসূল (সা.) এর উম্মতের অন্তর্ভূক্ত হওয়া থেকে বঞ্চিত হয়, পরকালে তারা জান্নাত থেকে দূরে অবস্থান করবে এবং যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামে প্রবেশ করবে। কাজেই আমাদের সকলেরই উচিত সব ধরণের প্রতারণা থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে সব ধরণের প্রতারণা পরিত্যাগ করে হালাল ভাবে উপার্জন করার তাওফীক দিন। আমীন

প্রচারে: আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *