# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আজ ১৩ আগস্ট রোববার ১০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ডা. সাইফুল ইসলাম। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে রোববার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জানিয়েছেন, রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন, জেলা সদরের জেনারেল হাসপাতালে ২৫ জন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, আর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মুশতাকুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখ।