# মোস্তফা কামাল :-
কোরবানীর ঈদের একমাস পরও পাইকারের আড়তে পড়ে আছে গরুর ৫ হাজার পিস চামড়ার স্তুপ। গত ২৯ জুন ঈদ হবার পর মাঝে চারটি চামড়ার হাট গেছে। কিন্তু ৮ হাজার পিস চামড়ার মধ্যে কেবল ৩ হাজার পিস চামড়া নামমাত্র লাভে বিক্রি করতে পেরেছেন চামড়া ব্যবসায়ী আবু তাহের। বাকি ৫ হাজার চামড়াই পড়ে আছে। এখন কি হবে, জানা নেই তাঁর। আর দুই সপ্তাহ এভাবে পড়ে থাকলে সবগুলো চামড়াই নষ্ট হয়ে যাবে, বিক্রির অনুপযোগী হয়ে যাবে বলে জানালেন তিনি।
শনিবার কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বয়লা এলাকায় গিয়ে দেখা গেছে, বৌলাই এলাকার চামড়া ব্যবসায়ী আবু তাহের শ্রমিক লাগিয়ে এখনও কোরবানীর কাঁচা চামড়ায় লবন মেখে যাচ্ছেন। কাঁচা চামড়ার উৎকট গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কায় দিন কাটছে আবু তাহেরের। আবু তাহের জানান, তাঁর মত আরও অন্তত ১০ জন ব্যবসায়ীর এরকম চামড়ার স্তুপ আটকে গেছে। তবে এখনও চামড়াগুলো নষ্ট হয়নি। এভাবে যদি আরও দুই সপ্তাহ অবিক্রিত পড়ে থাকে, তাহলে চামড়াগুলো নষ্ট হয়ে যাবে বলে আবু তাহের জানিয়েছেন।
চামড়া ব্যবসায় এখন জিম্মি অবস্থায় পড়তে হয়। ট্যানারি মালিকরা সিন্ডিকেট করার কারণে কয়েক বছর ধরে স্থানীয় ব্যবসায়ীরা চামড়া নিয়ে বিপাকে পড়ছেন। আবু তাহের লবন প্রয়োগসহ প্রতিটি চামড়ায় ৮০০ থেকে ৯০০ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু ট্যানারি মালিকরা কেনা দামের বেশি দিতে চান না। এসব কারণেই ব্যবসায়ীদের চামড়া আটকে গেছে বলে তিনি জানিয়েছেন। আগামী বৃহস্পতিবারও সাপ্তাহিক হাটের দিন এসব চামড়া তিনি শহরের মোরগমহাল সংলগ্ন হাটে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিক্রি না হলে আবার ফিরিয়ে আনতে হবে। তিনি প্রশ্ন তোলেন, কাঁচা চামড়ার দাম দিন দিন কমছে। অথচ চামড়াজাত পণ্যের দাম কেন দিন দিন বাড়ছে। এই শুভঙ্করের ফাঁকি উদঘাটন হওয়া দরকার বলে তিনি মনে করেন। চামড়া ব্যবসা করতে গিয়ে তিনি ঋণ করেছেন। ট্যানারির কাছে পূর্বের বকেয়া টাকাও পড়ে আছে। প্রায় ৪০ লাখ টাকার চামড়ার স্তুপ নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটছে আবু তাহেরের।