# মোহাম্মদ খলিলুর রহমান :-
উপজেলা পর্যায়ের কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে দু’দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা শুরু হয়েছে।
বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলার ৬৪ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা সাহিত্য মেলা-২০২৩। ২৭ জুলাই বৃহস্পতিবার ও আজ শুক্রবার পর্যন্ত চলবে এই সাহিত্য মেলা।
২৭ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজিতপুর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, রাজীব কুমার সরকার, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, বাজিতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সাহিত্য মেলার প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে আলোচনা সভা। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে উপজেলার সাহিত্য ও সংস্কৃতির ওপর প্রবন্ধ, কবিতা, ছড়া পাঠ।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৪টা পর্যন্ত সাহিত্য মেলার স্থানীয় লেখকদের প্রকাশিত গ্রন্থ বিক্রয় ও প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।