# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন ২৭ ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন সাইফুল ইসলাম। তিনি জানান, যারা ঢাকায় অবস্থান করেন অথবা ঢাকায় বেড়াতে গেছেন, তারাই মূলত উপসর্গ নিয়ে কিশোরগঞ্জে এসে পরীক্ষায় শনাক্ত হয়েছেন। ঢাকার হাসপাতালগুলোতে স্থান সঙ্কুলানের অভাবের কারণেই এরা কিশোরগঞ্জে চলে এসেছেন। সিভিল সার্জনের কাছে মঙ্গলবার জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬২ জন ডেঙ্গু রোগি ভর্তি থাকার তথ্য রয়েছে। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৮ জন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, আর বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।