# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ডেঙ্গু রোগি দিন দিন বাড়ছে। এরা সবাই ঢাকায় আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন সাইফুল ইসলাম। রোববার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের দেখা গেছে, রোববার জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগি ভর্তি হয়েছেন ২২ জন। রোববার জেলায় মোট চিকিৎসাধীন আছেন ৫৫ জন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন, ২৫০ শয্যার হাসপাতালে ৯ জন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, আর বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগি ভর্তি আছেন।
সিভিল সার্জন সাইফুল ইসলাম জানিয়েছেন, এরা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। কেউ কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন, কেউ ঢাকায় বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তবে কোন জটিল রোগি নেই। সিভিল জানান, ঢাকার হাসপাতালগুলোতে স্থান সঙ্কুলান হচ্ছে না। মুগদা জেনারেল হাসপাতালে শয্যা আছে ৫০০। আজ রোগি ভর্তি আছেন এক হাজার ৩২৭ জন। ফলে ঢাকায় জ্বরে আক্রান্ত হলে অনেকেই নিজ এলাকায় চলে আসছেন। পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ছে। তবে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত কোন রোগি নেই বলে সিভিল সার্জন জানিয়েছেন।