• রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version

ছয়সূতী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, রোমান সভাপতি-হোসেন সম্পাদক

# মুহাম্মদ কাইসার হামিদ :-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুলাই শনিবার ছয়সূতী ইউনিয়নের ২৯নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সকাল ১১টার দিকে প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা শেষে বিকাল ৪টা পর্যন্ত ৩০০ ভোটারের মধ্য থেকে ১৮০ জন ভোটার শতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে হরিণ প্রতীকে মো. রোমান মিয়া ১২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরীফ মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া মো. রাহিম উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট।
অপর দিকে মো. হোসেন মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ১১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শেখ ফরিদ ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট। এছাড়া মো. সাফি উদ্দিন মোরগ প্রতীকে পেয়েছেন ৩২ ভোট ও মো. আবুজর মাছ প্রতীকে পেয়েছেন ২৯ ভোট ।
সম্মেলনে কাস্টিং হওয়া মোট ১৮০ জন ভোটারের মধ্য থেকে সভাপতি পদে ১টি ও সাধারণ সম্পাদক পদে ৫টি ভোট বাতিল হয়।
সম্মেলনে ছয়সূতী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, ছয়সূতী ইউনিয়ন ওয়ার্ড সম্মেলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম জরু, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন ওয়ার্ড সম্মেলন কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন লিটন এবং ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এহছানুল হক।
সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন, ওয়ার্ড নির্বাচনের প্রিজাইডিং অফিসার মীর মো. মিছবাহুল ইসলাম জরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *