# নিজস্ব প্রতিবেদক :-
মুরগির দাম নিয়ে কারসাজি আর যাচ্ছে না। খামারের মুরগিটা দোকানে গিয়েই কেজিতে দাম বেড়ে যায় ৬০ থেকে ৭০ টাকা। ঠকছেন আর প্রতারিত হচ্ছেন ভোক্তারা।
শুক্রবার দুপুরে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় গিয়ে দেখা গেছে, ফজলুল ইসলাম একটি খামারে দুই হাজার সোনালী মুরগি লালন করছেন। বিক্রি করার উপযোগী হয়েছে। দুয়েক দিনের মধ্যেই সবগুলো বিক্রি করে খামারে নতুন বাচ্চা ওঠাবেন। ফজলুল ইসলাম জানালেন, তাঁর খামার থেকে খুচরা ও পাইকারী বিক্রেতাদের কাছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে মুরগিগুলো বিক্রি করেন। আবার জেলা শহরের পুরানথানা বাজারের ভাই ভাই ব্রয়লার হাউজসহ বিভিন্ন দোকানে শুক্রবার বিকালে গিয়ে জানা গেছে, তারা বিভিন্ন খামার থেকে মুরগি কিনে এনে খুচরা বিক্রি করেন। সেখানে সোনালী মুরগির দাম জানতে চাইলে ২৫০ টাকা কেজি বলা হয়। তখন ব্যবসায়ীদের প্রশ্ন করা হয়, খামার থেকে বিক্রি হয় ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। দোকানে এত বেশি কেন। তখন তারা আরও বেশি দামে কেনেন বলে জানান। এভাবেই ভোক্তাদের কাছ থেকে বেশি দাম আদায় করে নেয়া হচ্ছে। খানিকটা স্বচ্ছল পরিবারগুলো ব্রয়লার মুরগি না কিনে সোনালী মুরগি কেনে। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানেও সোনালী মুরগি বেশি ব্যবহার করা হয়। ফলে এটির চাহিদা আছে বেশ।
এদিকে জেলা কৃষি বিপনন কর্মকর্তা শিখা বেগমকে এ ধরনের মূল্য বৈষম্যের বিষয়ে প্রশ্ন করলে বলেন, সমস্যা হচ্ছে, ব্যবসায়ীদের কাছে গেলে তারা বলেন মালামাল খরিদের ভাউচার নেই। বিক্রেতারা ভাউচার দেন না। তবে তিনি বাজার পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অন্যদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিককে এ ব্যাপারে অবহিত করলে তিনিও বাজার পরিদর্শন করে দেখবেন বলে জানিয়েছেন।