# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাংবাদিক রাজীবুল হাসানকে নির্বাচিত করা হয়েছে।
তিনি রসুলপুর উত্তরপাড়ার ধানুবাড়ির সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দেশের স্বনামধন্য জাতীয় পত্রিকা দৈনিক সময়ের আলো ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম এর ভৈরব প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ হতে সমাজকর্ম বিষয়ে এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। চার ভাই তিন বোনের মধ্য দ্বিতীয় সন্তান তিনি। বিবাহিত জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক।
গত ৬ জুন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে স্থানদাতা মরহুম কেরামত আলী এর নাতী স্থানদাতা সদস্য রাজীবুল হাসানকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের সহ-সভাপতি পদে অভিভাবক সদস্য রিমা বেগমকে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি রাজীবুল হাসান বলেন, আমি খুব গর্বিত যে এই বিদ্যালয়টি স্থানদাতা আমার দাতা মরহুম কেরামত আলী মেম্বার। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমার বাবা মরহুম শাহজাহান মিয়া ও চাচা এমদাদুল হক এমাদ একাধিকবার সভাপতি পদের দায়িত্ব পালন করেছেন। আমাকে বিদ্যালয়ের সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেছেন। রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমাকে নির্বাচিত করায় অত্র বিদ্যালয়ের সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।