কিশোরগঞ্জ শহরের চামড়ার হাটের ফাইল ছবি -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কোরবানির পশুর চামড়ার টাকার পুরোটাই এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু বেশ ক’বছর ধরে কোরবানির চামড়া বিক্রি হচ্ছে পানির দরে। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান একটি লিখিত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ঋণখেলাপী ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে সরকারের ওপর চাপ প্রয়োগ করে বিদেশে কাঁচা চামড়া রপ্তানী বন্ধ করে রেখেছেন। এর ফলে তারা মধ্যস্বত্ত্বভোগীদের মাধ্যমে অতি স্বল্পমূল্যে পবিত্র কোরবানি ঈদের পশুর চামড়া সংগ্রহ করেন। এভাবে গরিব ও এতিমদের বঞ্চিত করা হচ্ছে। ফলে কাঁচা চামড়া বিদেশে রপ্তানীর সুযোগ দেয়ার জন্য নেতৃদ্বয় প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন।