• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

ভৈরবে ব্যস্ত কামাররা চায়না পণ্যে ক্রেতাদের আগ্রহ

# মিলাদ হোসেন অপু :-
প্রতি বছরের ন্যায় কোরবানির ঈদ উপলক্ষ্যে ব্যস্ত সময় পাড় করছে কিশোরগঞ্জ ভৈরবের কামাররা। মাথার ঘাম পায়ে ফেলে বিরামহীন পরিশ্রম করে দা, ছুড়ি, বটি, তাসকাল, চাপাতিসহ বিভিন্ন লৌহা জাতীয় জিনিস তৈরি করছে। কিছু টাকা লাভের আশায় রাত-দিন ব্যস্ত সময় কাটছে তাদের। তবে দাম নিয়ে হতাশায় রয়েছে ভৈরব বাজারের কামাররা।
কামাররা জানান, করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশে আবারও অর্থনৈতিক মন্দ দেখা দিয়েছে। জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে দিগুণ। অর্থনৈতিক মন্দার প্রভাব ফেলেছে দেশের সকল ধরণের ব্যবসায়। লোহা ও কয়লার প্রভাব পড়েছে কামার পাড়ায়। প্রতিবছর ঈদুল আযহার সপ্তাহ খানেক আগে বেচাবিক্রির ধুম লেগে যেত কিন্তু এ বছর এখনো ক্রেতাদের তেমন চাহিদা দেখা যাচ্ছে না। এই বছর বেচাবিক্রি কম থাকায় কাজ কমেছে কামারের দোকানে।
আজ বৃহস্পতিবার ২২ জুন ভৈরব শহরের রানী বাজার কামার পাড়া এলাকায় গিয়ে দেখা যায় কামাররা ব্যস্ত সময় পাড় করছে দা, ছুড়ি, বটি, তাসকাল, চাপাতি তৈরিতে। কথা হয় ওই এলাকার নৌকল ভৌমিক কর্মকার, হারাধন কর্মকার ও মনোরঞ্জন কর্মকারের সঙ্গে তিনি জানান, গত বছরের তুলনায় এবছর লোহার দাম বেড়েছে দিগুণ। সেই সাথে বেড়েছে কয়লার দামও। চায়না দা, ছুড়ি, বটি, তাসকাল, চাপাতির চাহিদা অনেক বেশি। এ বছর নতুন জিনিস ক্রেতারা না নিয়ে পুরাতন জিনিস শান/দাড় দিয়ে নিয়ে যাচ্ছে।
ব্যবসায়ী তোফাজ্জল, চাঁন মিয়া, ফাইজুল ইসলাম ও কাজি নিজাম উদ্দিন জানান, লোহার দাম গত বছর ছিল ৮০ টাকা এ বছর ১৮০ টাকা তাই জিনিস পত্রের দাম বেড়েছে। গত বছর দা বিক্র করতাম ৪ শত টাকা এ খরচ বিক্রি করতে হচ্ছে ৬/৭ শত টাকা। ক্রেতারা চায়না দা, ছুড়ি বেশি পছন্দ করে। অনেক আকর্ষনীয় ও ধারালো চায়না দা, ছুড়িগুলো। দামেও অনেক কম। চায়না ছুড়ি ১২০ টাকায় পাওয়া গেলেও কামারদের তৈরী ছুড়ি ২শ থেকে ২শ ৫০ টাকা। যদিও তাদের দাবী কামারদের তৈরী দা, ছুড়ি বেশি টেকশই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *