# বিশেষ প্রতিনিধি :-
রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া তিন গুণিজনকে সম্মাননা দেওয়া হয়েছে। ১০ জুন শনিবার বিকালে পৌর শহরের চণ্ডিবের এলাকায় অবস্থিত হাজী আসমত আলী এতিম শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন, সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ফারুক মাহমুদ, মামলা নিস্পত্তিতে শ্রেষ্ঠ বিচারক হিসাবে প্রধান বিচারপতি স্বর্ণপদকে ভূষিত হওয়া কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসাবে স্বর্ণপদক পাওয়া রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ।
গুণিজন সংবর্ধনা আহ্বায়ক কমিটির অনুষ্ঠানের আয়োজক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও লোক সাহিত্য সংগ্রাহক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান।
বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ফিরোজুর রহমান মোল্লা, প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নাসিম আনোয়ার হোসেন, জোবায়দা ওয়াজির শিশু সদন এর সভাপতি মো. সেলিম খান, হাজী আসমত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফ হোসেন, সাংবাদিক সুমন মোল্লা, সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আলী রেজা খান, সদস্য সচিব মাহিন সিদ্দকী।
সঞ্চালনায় ছিলেন, সাংস্কৃতিক সংগঠক সাইদুর রহমান বাবলু ও সমকাল প্রতিনিধি নজরুল ইসলাম রিপন।
বক্তারা বলেন, সম্মাননা প্রাপ্ত তিনজনের বাড়ি ভৈরব। তাঁরা কর্মস্থলে সততা আর পেশাদারিত্বে পরিচয় দিয়ে রাষ্ট্রীয় পদক অর্জন করেছেন। এই পদক প্রাপ্তিতে তাঁরা যেমন সম্মানিত হয়েছেন, একইভাবে ভৈরবকেও সম্মাানিত করেছেন।