• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে অবৈধভাবে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তাড়াইল বাজারে দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন ও সহকারী কমিশনার (ভূমি) রওশানা জাহান এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লিটন পালের মালিকানাধীন অমিত মেডিক্যাল হলকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও গুদামজাত করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সাত কার্টুন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদার, নাজির মো. তাজুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) রওশানা জাহান জানান যে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিজিশিয়ান স্যাম্পল জব্দ ও জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *