• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আপেল প্রতীকে নিবন্ধিত হল মানবতা ভিত্তিক প্রথম রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

# নিজস্ব প্রতিবেদক :-
হাই কোর্টের নির্দেশনার আলোকে ৯ মে মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হল মানবতা ভিত্তিক প্রথম রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ। নিবন্ধন নম্বর- ০৪৬, প্রতীক- আপেল। সেই উপলক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ভৈরব উপজেলা শাখার কার্যালয়ে স্থানীয় কর্মীদের উপস্থিতিতে কেইক কেটে, ও মিষ্টি বিতরণের মাধ্যমে দয়াময় স্রষ্টার দরবারে শোকরিয়া ও সালাতু সালাম পেশ করেন। পরবর্তীতে দুনিয়ার সকল মানবিক মানুষকে মানবতার ওই প্লাটফর্মকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহবান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এই সময়ে দলটির স্থানীয় নেতৃবৃন্দরা দলটির প্রতিষ্ঠাতা ও প্রবক্তা সৈয়দ আল্লামা ইমাম হায়াত ও প্রধান উপদেষ্টা ইসলামের গবেষনায় ২১শে পদকপ্রাপ্ত, পীরে হক্কানী, ওলিয়ে রাব্বানী, শায়খুল হাদিস সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ হুজুরের পক্ষ হয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানায় ও সর্বস্তরের জনগণকে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *