# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে পুড়ুরা বাজারে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় পঁচা বাসি খোলা খাবার বিক্রয়ের অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুসারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সরকারি ফুটপাত অবৈধভাবে দখল করে ফলের ব্যবসা করায় এবং যানজটের সৃষ্টি করায় তাদের নিকট হতে ফল জব্দ করা হয় এবং অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। জব্দকৃত ফল সাচাইল এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন বলেন যে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, নিরাপদ খাদ্য পরিদর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।