• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন |
  • English Version

বাদ পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেরকে গেজেটে অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রনালয়ে সভা

# নিজস্ব প্রতিবেদক :-
গেজেট থেকে বাদ পড়া বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম গেজেট অনুভুর্ক্তির বিষয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদশ সচিবালয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়কী কমিটির ২১তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বমর্ণ, মান্দাই ও অন্যান্য সম্প্রদায়ের নাম গেজেটভুক্ত করার নিমিত্তে যাচাই বাছাই করে সুপারিশসহ জাতীয় কমিটির নিকট প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের একাডেমিক কমিটির আহবায়ক ড. মেজবাহ কামাল সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পরিমেয় ঐতিহ্য শাখার উপসচিব ও একাডেমিক কমিটির সদস্য সচিব মোছাম্মৎ জহুরা খাতুন, আরডিসির সাধারণ সম্পাদক, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্রেট সদস্য জান্নাত এ ফেরদৌসী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক ফিফা চাকমা, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দিলিপ রবিদাস ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *