• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version

বাজিতপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে পুরোদমে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটার উৎসব। এরই ধারাবাহিকতায় কথাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাজিতপুর উপজেলার নেতাকর্মীরা। ৫ মার্চ সকালে উপজেলার সরারচর ইউনিয়নের একাধিক গরিব কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। কৃষকের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশে এই কর্মসূচি পালন করছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকি সজিবের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেয় সিনিয়র সহ-সভাপতি আমিন মো. হোসাইন, সহ-সভাপতি মো. সাকিবুল ইসলাম সাকিব, উপজেলা ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন, কলেজ ছাত্র লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাদি, সরারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনিক মিয়া, হালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিটু, পিরিজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম পলাশ, হালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন পাপন সাধারণ সম্পাদক আশিবুল হক শান্ত, হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক রিয়াদ, কৈলাগ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাফিজুল ইসলাম নয়ন, গাজিরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহামেদ সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর ছাত্রলীগের ওয়াজিব, কলেজ ছাত্রলীগের সদস্য নবেদ আহামেদ নব, মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা নিজাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও অন্তর ভৌমিক সাংগঠনিক সম্পাদক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *