জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে ক্রিকেট লীগ উদ্বোধনের দৃশ্য -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে শনিবার থেকে শুরু হচ্ছে এক্সপো-মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ। ১৬টি দল নিয়ে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট লীগ। শুক্রবার বিকালে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ক্রিকেট লীগের উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।