# নিজস্ব প্রতিবেদক :-
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিশোরগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলা শিল্পকলা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বক্তব্য রাখেন। এছাড়া বাঙালি সংস্কৃতির নানা দিক নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।