• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (শেষ পর্ব); সংকলনে : ডা. এ.বি সিদ্দিক হোসেনপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করছেন সৈয়দা জাকিয়া নূর এমপি সামসুল ইসলাম করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলিয়ারচরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসে র‌্যালি কুলিয়ারচরে মহান মে দিবসে সিএনজি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি ও সভা অবশেষে গ্রেপ্তার হলো আলোচিত বাল্কহেডের চালক ভৈরবে নূরানী কয়েল ফ্যাক্টরীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার হোসনপুরে শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ শতাধিক দুর্ঘটনায় অর্ধডজন প্রাণহানি; হোসেনপুরে তিন রাস্তার সংযোগস্থল যেন মরণফাঁদ

আজ পহেলা বৈশাখ, ভৈরবের গণহত্যা দিবস

# মিলাদ হোসেন অপু :-
আজ কিশোরগঞ্জ ভৈরবের গণহত্যা দিবস। ভৈরবে প্রথম হানাদার বাহিনী প্রবেশ করেন ১৯৭১ সালের ১৪ এপ্রিল। মানুষ যখন পহেলা বৈশাখ বরণ করতে ব্যস্ত তখনই হানাদার বাহিনী ভৈরব প্রবেশ করে শুরু করেন হত্যাযজ্ঞ। মহান মুক্তিযুদ্ধের এই দিনে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পূর্বদিকে পানাউল্লারচর এবং নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের আলগড়া এলাকায় মর্মান্তিক এই গণহত্যা সংঘটিত হয়।
এদিনে খেয়া পারাপারের সময় হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশফায়ারে নিরস্ত্র অসহায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু মৃত্যুবরণ করে। একই দিনে ভৈরবের বিভিন্ন স্থানে আরও দুই শতাধিক লোককে গুলি করে হত্যা করা হয়। সেদিন ব্রহ্মপুত্রের পানি রক্তে লাল হয়ে যায়। দেখা যায় মেঘনা আর ব্রহ্মপুত্র নদের বুকে শুধু লাশ আর লাশ।
হানাদার বাহিনীর ভয়ে আত্মীয়-স্বজনরা লাশগুলো সেদিন দাফন করতে পারেননি। পরে লাশগুলো ব্রহ্মপুত্র নদের তীরের উভয়প্রান্তে গণকবর দেওয়া হয়। হত্যাকাণ্ডের সময় থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর অবহেলায় থাকার পর ভৈরব প্রান্তের বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। সরকারি উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও এখনো শহীদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এই তালিকা না হওয়ায় এলাকাবাসীসহ নিহতদের পরিবারে রয়েছে ক্ষোভ। এতে করে অনেক পরিবারই পায়নি শহীদ পরিবারের মর্যাদা। ভৈরবের সাধারণ মানুষ দিনটিকে গণহত্যা ও কালো দিবস হিসাবে আখ্যায়িত করে।
আজও অনেক স্বজনহারা পরিবার পানাউল্লারচর আলগড়া তাদের আত্মীয়দের গণ কবরের কাছে গিয়ে চোখের জল ফেলেন। ভৈরবের পানাউল্লারচর আলগড়া খেয়াঘাটে আজ তেমন পানি নেই। কারণ ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে। এই স্থানে মুক্তিযুুদ্ধের ৩৫ বছর পর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও। অযত্ন আর অবহেলায় পরে আছে সেই বধ্যভূমিটি। শুধু স্বাধীনতা ও বিজয় দিবসে ফুল দেওয়া আনুষ্ঠানিকতা ছাড়া সারা বছর আর কিছুই করার থাকে এখানে। এমনকি এখানে শহীদ হওয়ার সবার পূর্ণাঙ্গ তালিকা করতেও আগ্রহ নেই কারো এমনটাই জানালেন এলাকাবাসী।
এ বিষয়ে শহীদের স্বজন বিল্লাল হোসেন মোল্লা, আল্লাহ আমাদের প্রাণে বাঁচিয়েছেন। সেদিনের নির্মম ও পৈচাশিক দৃশ্য মনে হলে আজও গা শিহরে উঠে। পহেলা বৈশাখ আসলে দিনটির কথা ঘুরে ফিরে মনে আসে। আজও অনেক স্বজনহারা পরিবার পানাউল্লারচর আলগড়া তাদের আত্মীয়দের গণকবরের কাছে গিয়ে চোখের জল ফেলে।
ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ব্যবসা বাণিজ্যের পাদপীঠ হিসেবে ভৈরবে এই পহেলা বৈশাখের গুরুত্ব অনেক বেশি। এই দিনে ব্যবসায়ীদের ঘরে ঘরে অনুষ্ঠিত হয় “শুভ হালখাতা” অনুষ্ঠান। হিন্দু ব্যবসায়ীরা ধুপদোনা ও মঙ্গলঘট সাজিয়ে নতুন হিসাবের খাতা খুলেন। আর মুসলমান ব্যবসায়ীরা মিলাদের মাধ্যমে যাত্রা শুরু করেন হাল সনের। ১৩ এপ্রিল ছিল বুধবার। ভৈরবের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটের দিন। হাটের দিন ভৈরব বাজারে দেখা যায় শুধু মানুষ আর মানুষ। অত্যন্ত জনাকীর্ণ এই হাট এবার জমলো না। রাত পোহালেই পহেলা বৈশাখ। নববর্ষের নতুন সূর্যোদয় তখনও হয় নাই। হঠাৎ ভয়াল গর্জনে ধরণি কেঁপে উঠলো। উপরে তাকিয়ে দেখলো ভৈরবের আকাশ শত্রুর দখলে। এক ঝাঁক জঙ্গি বিমান একত্রে তুমুল গর্জনে ডিগবাজি খাচ্ছে আর মেশিন গানের সাহায্যে এলোপাতাড়ি গুলি ছুড়ছে ভৈরবের জনপদের উপর। বিমান আক্রমণ থেকে নিজকে বাঁচাবার জন্য মানুষ উদ্রান্তের মতো ছুটছে। দিগ বিদিক জ্ঞান হারিয়ে সমস্ত মানুষ দিশেহারা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলছে মানুষ। মানুষ ছুটছে শহর ছেড়ে গ্রামের দিকে। স্রোতের মত মানুষ ছুটছে আর ছুটছে। কারও প্রতি কারও ফিরে তাকাবার সময় নেই। অন্যদিকে ভৈরবের উত্তর পূর্বাঞ্চলের গ্রাম গুলোর মানুষ ঘুম থেকে উঠেই দেখতে পেল ভৈরব বাজারের আকাশে বিমান আক্রমণের ভয়াবহ দৃশ্য। সবাই জানতো নদী পথেই শত্রু আসবে। কারণ ঢাকার সঙ্গে ভৈরবের সড়ক পথে কোন যোগাযোগ নেই। পাকবাহিনীর এই অপ্রত্যাশিত অবতরণ ও অতর্কিত গুলি বর্ষণে নিরস্ত্র গ্রামবাসী ও গ্রামে আশ্রিত পৌরবাসী নারী পুরুষ দিগ্ বিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মত ছুটতে থাকে পশ্চিম দিকে। প্রাণ বাঁচাবার তাগিদে ছুটতে ছুটতে মানুষ শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে হালগড়া খেয়াঘাটের কাছে পানাউল্লারচরে গিয়ে আটকা পড়ে। শুধু নদীটা পার হতে পারলেই রক্ষা। তা না হলে বাঁচার আর কোন উপায় নেই। হাজার হাজার ভয়ার্ত নর-নারী ও শিশু একটি মাত্র খেয়া দিয়ে পার হওয়া মোটেই সম্ভব ছিল না। এমতাবস্থায় বিপন্ন মানুষদের উদ্ধার করতে এগিয়ে এলো ওপারের গ্রাম ইব্রাহিমপুরের জনসাধারণ। বেশ কয়টি নৌকা নিয়ে পারাপার শুরু করে দিল। এত বিপুল সংখ্যক মানুষ উদ্ধার করা সময়সাপেক্ষ ব্যাপার। তবু তাদের আন্তরিকতার অভাব ছিল না। প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা। ইতোমধ্যে হেলিকপ্টার থেকে অবতরণ করে পাকবাহিনী সামরিক কায়দায় পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাকবাহিনী স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। বহু পথচারী প্রাণ হারায় তাদের নির্বিচার গুলিতে। হানাদার পাকবাহিনী গ্রামগুলোতে ঢোকা মাত্র নিমিষেই গ্রাম খালি হয়ে যায়। প্রাণের ভয়ে নারী-পুরুষ-শিশু সকলেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। যারা পালাতে পারেনি তারা লুটিয়ে পড়ে বর্বর পাকসেনাদের আগ্নেয়াস্ত্রের গুলিতে। বহু চড়াই উত্রাই পেরিয়ে শেষ পর্যন্ত পাক বর্বর মিলিটারি বাহিনী ব্রহ্মপুত্র নদের তীরে এসে উপস্থিত হয়। সাক্ষাৎ যমের সামনে পড়ে অসংখ্য নর নারী সন্তান কোলে নদীতে ঝাঁপ দিল। প্রাণভয়ে ভীত সন্ত্রস্ত মানুষগুলোর উপর আদিম হিংস্রতায় ঝাঁপিয়ে পড়লো পাকিস্তানি নরপশুরা। দিশেহারা হয়ে যারা এদিক সেদিক ছোটাছুটি শুরু করলো প্রথমেই তাদের স্তব্ধ করে দেয়া হলো মেশিনগানের ব্রাশফায়ারে। তারপর নদী থেকে উঠিয়ে এনে বিপন্ন মানুষদের ক্ষেতের আইলে বসিয়ে পাখির মত গুলি করে মারা হলো। এমনি করে হালগড়া খেয়াঘাটের কাছে পানাউল্লারচরে সংঘটিত হলো এই নৃশংস হত্যাযজ্ঞ। শতশত মুক্তিকামী নিরস্ত্র মানুষের রক্তে ব্রহ্মপুত্র নদের ঘোলা পানি লাল হয়ে উঠলো। পৃথিবীর ইতিহাসে এ ধরনের নৃশংসতা এবং বর্বরতার দ্বিতীয় কোন উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। পানাউল্লারচরের উন্মুক্ত প্রান্তরে বেদনাবিধূর মাতাল হাওয়ায় কারবালার মাতম শুরু হয়ে গেলো। পুরাতন ব্রহ্মপুত্র নদের দুই কূলে মর্সিয়া শোনা গেলোঃ হায়রে স্বাধীনতা ! হায়রে নববর্ষ!!
অবশেষে স্বাধীনতার ৩৫ বছর পর বধ্যভূমির স্মৃতি বিজড়িত স্থান রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণ করে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ। স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ৩৪ শতাংশ জায়গা, ইট, রড, সিমেন্টসহ সার্বিক ব্যয় বহন করছে ভৈরব বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ১৪ এপ্রিল শহীদদের প্রাথমিক একটি তালিকা তার দপ্তরে রয়েছে। যদিও এটি পুরনো তালিকা। তবে পুর্ণাঙ্গ তালিকা তৈরীর জন্য প্রশাসন তদারকি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *