# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জে বালতির পানিতে ডুবে আরিয়ান নামে দুই বছরের এক শিশু মারা গেছে। সে মা-বাবার একমাত্র সন্তান ছিল। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ বাজার এলাকার এক বাসায়। বাজারের চাল মহাল সংলগ্ন ঢাকার ব্যবসায়ী রিয়াদ মিয়ার দুই বছরের শিশুপুত্র আরিয়ান আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোসলখানার পানিভর্তি বালতির ভেতর পড়ে মারা গেছে। এসময় শিশুটির মা সালমা আক্তার বাজার করতে গিয়েছিলেন। তখন শিশুটির দাদী শামীমা বেগম ঘুমিয়ে ছিলেন। মা বাজার থেকে ফিরে বালতির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।