• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

# মিলাদ হোসেন অপু :-
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচরে নির্মিত বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৫ মার্চ শনিবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনীদের নির্মম হত্যাযজ্ঞের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। ঢাকা ইউনিভার্সিটি, নীলক্ষেত এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এদিন নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানী হানাদার বাহিনী বর্বোরোচিত হামলা করে ইতিহাসের নেক্কার জনক ঘটনা সৃষ্টি করে। ভৈরব বধ্যভূমিতে ১৯৭১ সালের ১৪ এপ্রিল ১লা বৈশাখ নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল। এ দিন নিরাপরাধ অসংখ্য নর-নারীকে পাকিস্থানী বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল। এ জন্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ভৈরব উপজেলার পানাউল্লারচর বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *