• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৫৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২২ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
২০২২-২৩ অর্থবছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে তোষা পাট বীজ বিতরণ কর্মসূচির আওতায় ৫৩০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা রুনু, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *