• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে ১১ পরিবার পেল নতুন ঘর

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর পেয়েছেন ১১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
২০ মার্চ বুধবার সকাল ১১টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিশোরগঞ্জের হোসেনপুরসহ সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ভূমিহীন-গৃহহীন পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পরে ১১টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *