• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন |
  • English Version

করিমগঞ্জের বিদ্যালয়ে শামীম আরা নিপা

নৃত্যশিল্পী শামীম আরা নিপাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ

করিমগঞ্জের বিদ্যালয়ে
শামীম আরা নিপা

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জের দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা। আজ ১৫ মার্চ বুধবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে তিনি উপস্থিত হলে তাকে দেখার জন্য এলাকাবাসীর ভিড় জমে যায়। তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য আমিনরুল ইসলাম খান বাবলু। প্রধান শিক্ষক আব্দুস ছালামের সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট যাদুশিল্পী শৈবাল কুমার পাল দিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ, একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, দেহুন্দা ইউপি চেয়ারম্যান এমএ হানিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *