• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের উন্নয়ন সভা

একজন বীমা কর্মীকে রাইসকুকার প্রদান করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ন্যাশনাল
লাইফের উন্নয়ন সভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের জনবীমার ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা হয়েছে। আজ ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে কোম্পানির জেলা কার্যালয়ে কিশোরগঞ্জ জোন প্রধান মস্তুফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) ও গাজীপুরের এরিয়া প্রধান মো. মনিরুল ইসলাম।উন্নয়ন সভায় উপস্থিত বিভিন্ন বøকের বীমা কর্মীগণ -পূর্বকণ্ঠ

সভায় জেলার বিভিন্ন ব্লকের কর্মকর্তা ও কর্মীগণ অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ব্লকের পক্ষ থেকে তাদের তাদের বিগত দিনের কর্মকাণ্ড, প্রিমিয়াম লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মকর্তাগণও তাদেরকে মার্চ মাসসহ আগামী দিনের পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করেন। কর্মকর্তাগণ বলেন, বীমার মাধ্যমে বীমা কর্মী ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়। আর এটি তৈরি হয় পারস্পরিক আস্থা আর বিশ্বাসের ভিত্তিতে। ন্যাশনাল লাইফ সততার সঙ্গে মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিচ্ছে বলেও কমকর্তাগণ মন্তব্য করেন। গত ১ মার্চ জাতীয় বীমা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল লাইফ কোম্পানিকে পুরস্কৃত করেছেন বলেও কর্মকর্তাগণ জানিয়েছেন। উন্নয়ন সভা শেষে সফল কর্মীদের মাঝে রাইস কুকার, প্রেসার কুকার, চার্জার টিউবলাইট ও ঘড়িসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *