• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের উন্নয়ন সভা

একজন বীমা কর্মীকে রাইসকুকার প্রদান করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ন্যাশনাল
লাইফের উন্নয়ন সভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের জনবীমার ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা হয়েছে। আজ ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে কোম্পানির জেলা কার্যালয়ে কিশোরগঞ্জ জোন প্রধান মস্তুফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) ও গাজীপুরের এরিয়া প্রধান মো. মনিরুল ইসলাম।উন্নয়ন সভায় উপস্থিত বিভিন্ন বøকের বীমা কর্মীগণ -পূর্বকণ্ঠ

সভায় জেলার বিভিন্ন ব্লকের কর্মকর্তা ও কর্মীগণ অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ব্লকের পক্ষ থেকে তাদের তাদের বিগত দিনের কর্মকাণ্ড, প্রিমিয়াম লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মকর্তাগণও তাদেরকে মার্চ মাসসহ আগামী দিনের পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করেন। কর্মকর্তাগণ বলেন, বীমার মাধ্যমে বীমা কর্মী ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়। আর এটি তৈরি হয় পারস্পরিক আস্থা আর বিশ্বাসের ভিত্তিতে। ন্যাশনাল লাইফ সততার সঙ্গে মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিচ্ছে বলেও কমকর্তাগণ মন্তব্য করেন। গত ১ মার্চ জাতীয় বীমা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল লাইফ কোম্পানিকে পুরস্কৃত করেছেন বলেও কর্মকর্তাগণ জানিয়েছেন। উন্নয়ন সভা শেষে সফল কর্মীদের মাঝে রাইস কুকার, প্রেসার কুকার, চার্জার টিউবলাইট ও ঘড়িসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *