সুপ্রাচীনকাল থেকেই খেলাধুলা মানবজীবনে বিনোদনের একটি মাধ্যম হিসেবে স্বীকৃত। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ও এর প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমান যুগে জনপ্রিয়তার শীর্ষে যে খেলাটির অবস্থান তার নাম ক্রিকেট। এই খেলাটির দীর্ঘসূত্রতা, আভিজাত্য পূর্ণ উপকরণ সামগ্রী ও রাজসিক ব্যয়-বাহুল্যের কারণে এটি রাজকীয় খেলার স্বীকৃতি পেয়েছে। এক সময় পশ্চিমাদেশ গুলোতে এ খেলার প্রচলন থাকলেও কালক্রমে তা আমাদের দেশেও প্রচলিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমান সময় বাংলাদেশের ক্রিকেট বিশ্ববাসীর কাছে বিস্ময়ের অপর নাম হয়ে উঠেছে। ক্রিকেটের জন্ম সুদূর ব্রিটেনে। ক্রিকেটের প্রচলন ঘটিয়েছিল ব্রিটিশরাই। বাংলাদেশে ক্রিকেট চর্চাকে জাতীয়ভাবেও গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের দেশেই এসব অনুষ্ঠিত হচ্ছে বিশ^কাপসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ। আর বাংলাদেশের মানুষের কাছে প্রিয় খেলোয়ারের তালিকায় এখন এদেশের খেলোয়ারদেরই নাম। মাশরাফি, সাকিব, আশরাফুল, তামিম, আর রাজ্জাকের মতো খেলোয়ারদের খেলা দেখতে মেতে ওঠে হাজার হাজার বাঙালি দর্শক। সেই সাথে প্রমীলা ক্রিকেট চালু হওয়ার মাধ্যমে ক্রিকেটে মেয়েদের অশগ্রহণ ক্রিকেট বিশে^ বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে আরেক ধাপ। দেশ বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ক্রিকেটের প্রতিভা আছে। প্রতিভার সাথে পরিশ্রমের যদি সফল সমন্বয় ঘটানো সম্ভব হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বিশে^ অবশ্যই একটি সম্মানজনক স্বীকৃতি লাভে সক্ষম হবে। তবে আমাদের মনে রাখতে হবে ক্রিকেট যেন থাকে সকল রাজনীতির ঊর্ধ্বে এবং রাষ্ট্রকে এক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিতে হবে অকৃপণভাবে। অদূর ভবিষ্যতে এক সময় বাংলাদেশ তাদের পারফরম্যান্স দিয়ে বিশ^কাপ জয় করবে-এটি সবার প্রত্যাশা। আর এ জন্যে প্রয়োজন কঠোর পরিশ্রম, পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা। আন্তর্জাতিক মানের কোচিং এবং সর্বোপরি সরকারের সুনজর। জাতীয় দলের খেলোয়াররা আরও দায়িত্বশীল হলেই বাংলাদেশ আরও ভালো তৎপরতা প্রদর্শন করতে পারবে বলে আমাদের বিশ^াস।
নাহিদা ইসলাম
একাদশ শ্রেণি
রফিকুল ইসলাম মহিলা কলেজ