• সোমবার, ২০ মে ২০২৪, ১২:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

খুনের ঘটনায় বাড়ি ছেড়ে চলে যাওয়া মানুষকে বাড়ি ফেরাতে ভৈরব থানা পুলিশের শান্তি সমাবেশ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে হত্যার ঘটনায় পুলিশ প্রশাসনের জুড়ালো হস্তক্ষেপে এলাকাবাসীকে নিয়ে শান্তি সমাবেশের পরও ঘরে ফিরছে না মানুষ। ফের পুলিশ ১০ ফেব্রুয়ারি শান্তি সমাবেশ দিয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, আমরা নিঃশ্ব হয়ে গেছি। বাড়িতে ফিরে ঘরের দালানের ইট, ঘর, ব্যবহারের তৈজসপত্র এমনকি কোন বাড়ির চুলা পর্যন্ত ভেঙ্গে ফেলেছে বা নিয়ে গেছে। মাথাগোজার ঠাঁই হারিয়ে ফেলেছি আমরা।
১০ ফেব্রুয়ারি বিকেলে ভৈরব থানা পুলিশ আয়োজিত থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলুয়ার হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ভূইয়া ও শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক আহমেদ বলেন, হত্যার ঘটনাটি যেমন দুঃখজনক তেমনি লুটপাটের ঘটনাটিও হৃদয় বিদারক। আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্তদের এলাকায় ফিরিয়ে আনতে ও এলাকায় শান্তি স্থাপন করতে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, আমরা উপজেলার বধুনগর গ্রামে উদ্বুদ্ধ পরিস্থিতিকে শান্ত করতে এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করেছি। তাছাড়া পুলিশের একটি ভ্রাম্যমাণ টিম টহল দিচ্ছে। এলাকায় বেশ কয়েকটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্তদের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ওই এলাকার মানুষ আস্তে আস্তে বাড়িতে ফিরছে। ইতিমধ্যে কিছু মানুষ বাড়িতেও ফিরেছে। তারা জমিতে হালচাষ করে আবাদ শুরু করেছে।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি রোববার রাতে কালা মিয়ার ছেলে জসিম মিয়াকে আলফাজ পক্ষের লোকজন মারধর করে আটকিয়ে রাখে। খবর পেয়ে এলাকার একটি মসজিদের ইমাম কয়েকজন লোক সাথে নিয়ে জসিমকে ছাড়িয়ে আনেন। একই দিনে সৌদি আরব প্রবাসেও এই ঘটনায় দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। পরদিন সোমবার সকালে উভয় পক্ষের লোকজন মীমাংসায় গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে কালা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে মুমুর্ষু অবস্থায় কালা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে কালা মিয়া পক্ষের লোকজন ভৈরব থানায় মামলা দিলে মামলার ভয়ে প্রতিপক্ষের লোকজন গ্রাম ছাড়া হয়। এ সুযোগে আসামি পক্ষের লোকজনের বাড়িঘর লুটপাট ও ভাংচুর চালায় বাদীপক্ষের লোকজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *