• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনের ইজতেমা

তাবুর নিচে মুসল্লিরা অবস্থান নিয়েছেন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শুরু হয়েছে
তিন দিনের ইজতেমা

# নিজস্ব প্রতিবেদক :-
তাবলিগ জামাতের তিনদিনের ইজতেমা শুরু হয়েছে কিশোরগঞ্জে। জেলার আমীর হাজী আবুল কাশেমের বয়ানের মাধ্যমে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকার ইটখলার পাশের ফসলি মাঠে আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ইজতেমা। ইজতেমার জিম্মাদার (তদারক) মো. বুলবুল আহমেদ জানান, বুধবার মাগরেবের নামাজের পর থেকেই মুসল্লিরা আসতে শুরু করেছেন। তবে আজ ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমেই মূলত ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খোলা মাঠে জেলার ১৩ উপজেলার মুসল্লিদের জন্য ১৩টি খিরতা বা তাবু নির্মাণ করা হয়েছে। অর্ধ লক্ষাধিক মুসল্লি এই ইজতেমায় যোগ দেবেন বলে বুলবুল আহমেদ জানিয়েছেন। নিকটবর্তী বিভিন্ন এলাকারও অনেক মুসল্লি এখানে প্রতিদিন আসবেন ইজতেমার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ। শনিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *