# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ইটনায় চার কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে ইটনা থানাধীন বলদা খেয়াঘাট সংলগ্ন আবুল কাসেমের দোকানের সামনে এসআই মো. খলিলুর রহমানের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন কাশিনাথ (সিংগারবিল) এলাকার মো. রেজ্জাক মিয়ার ছেলে মো. সাদেক বাচ্চুকে (৩০) আটক করা হয়। এসয় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।