• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন |
  • English Version

করিমগঞ্জে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন

# মিলাদ হোসেন অপু :-
করিমগঞ্জে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন করেছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ ৬ ডিসেম্বর বেলা ১ টায় পৌর শহরের চণ্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চত্বরে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন মেডিকেল অফিসার কিশোর কুমার ধরসহ , বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স এবং সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ তার বক্তব্যে দ্রুত আসামী গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতাল পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। উল্লেখ্য,গত শুক্রবার বিকালে করিমগঞ্জ পৌর এলাকার ফিরোজা বেগম (৭০) নামে এক রোগীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে ডা. কামরুল হাসান ওয়াসিম পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এরপরই রোগীর ছেলে মামুন (৪৫) ও রোগীর নাতি রিয়াজসহ (৩০) কয়েকজন তার ওপর হামলা করে কিলঘুষি মারতে থাকেন এবং হত্যার হুমকি দেন। তখন হাসপাতালের স্টাফ ও অন্য রোগীর স্বজনরা তাকে রক্ষা করেন। এ ঘটনায় ডা. ওয়াসিম বাদী হয়ে মামুন ও রিয়াজসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় শনিবার মামলা (মামলা নং ২) করেছেন। এ ঘটনার বিচার দাবিতে রোববারও হাসপাতালের স্টাফগণ কর্বিরতি পালন করে মানববন্ধন করেছিলেন। তবে আসামী এখনও গ্রেপ্তার হয়নি। ফলে আজ মঙ্গলবার আবারও মানববন্ধন হয়েছে। অপর দিকে এই ঘটনায় একাত্বতা ঘোষণা করে মানববন্ধন করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *