২০ কেজি গাঁজাসহ গ্রেফতার রফিক মিয়া -পূর্কণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ২০ কেজি গাঁজাসহ হবিগঞ্জের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আজ ৪ ডিসেম্বর রোববার সকালে উপজেলা সদরের কামানের মোড় এলাকায় ইটনা থানার এসআই মো. আব্দুল জব্বারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রফিক মিয়াকে (৩১) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।