• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জ সদর উপজেলার ২০০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যের বীজ প্রদান

সমাবেশ করে কৃষকদেরকে বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ সদর উপজেলার
২০০ জন প্রান্তিক কৃষককে
বিনামূল্যের বীজ প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার ২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা ও শহর কৃষক লীগের উদ্যোগে আজ ৩০ নভেম্বর বুধবার দুপুরে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তার ব্যক্তিগত পক্ষ থেকে এসব বীজ প্রদান করেছেন। শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মশিউর রহমান হুমায়ুন ছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগ সদস্য আনোয়ার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলারা বেগম আছমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা তাঁতী লীগের সভাপতি ইব্রাহিম খলিল, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম হেলাল প্রমুখ।
বক্তাগণ বলেন, এক সময় বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকলেও আজ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পর আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের প্রাণ কৃষকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন যেন এক ইঞ্চি জমিও পতিত না থাকে। সেই লক্ষ্য নিয়েই আজ কৃষকদেরকে বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৩ কেজি করে উফশী জাতের ‘ব্রিধান-৮৯’ বীজ এবং দুই প্রকার সবজি বীজ প্রদান করা হয়েছে। কৃষকরা বিনামূল্যে এসব বীজ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *