• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ

# মিলাদ হোসেন অপু :-
এবারের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে। পিছিয়ে পড়েছে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়। কুলিয়ারচরের এসএসসি ফলাফল সন্তোষজনক হলেও সরকারি স্কুলের ফলাফল পিছিয়ে পড়ায় হতাশ এলাকাবাসী।
জানা যায়, সদ্য প্রকাশিত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কুলিয়ারচর থেকে ১ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে এ প্লাস পেয়েছে ১২৪ জন।
কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯৭ জন। পাশও করেছে ১৯৭ জন। জিপিএ ৫ পেয়েছে ২৪ জন।
মুছা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৯ জন।
আগরপুর জিসি উচ্চ বিদ্যালয় থেকে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।
আবদুল্লাহপুর বরচারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
গোবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
বীর কাশিমনগর এফইউ উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ২৫ জন।
লায়ন মুজিব-মুনা গার্লস স্কুল থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।
কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।
আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১০ জন।
বেগম নুরুন্নাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন উত্তীর্ণ হয়েছে।
বাংলা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন উত্তীর্ণ হয়েছে।
এর বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, আমি কুলিয়ারচরের এসএসসি পরীক্ষার ফলাফলে অনেকটাই সন্তোষ্ট। কিন্তু কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফলে আমি অনেকটাই হতাশ। তবে এর কারণ খোঁজতে গেলে দেখা যায়, ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারি করণ হওয়ার কারণে খ-কালীন শিক্ষকগণ বাদ পড়ে যায়। এরপর থেকে কোন শিক্ষকও নিয়োগও হয়নি। এক দিকে শিক্ষক সংকট অপরদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের নজরধারী করা যায়নি। তবে আগামীতে যেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সেদিকে প্রশাসনের কঠোর নজরধারী থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *