• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে মাদকের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

# জোবায়ের হোসেন খান :-
তাড়াইলে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ এই কর্মশালায় অংশগ্রহণ করে। ১০টি গ্রুপের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ উত্থাপন করেন। অংশগ্রহণকারীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রতিনিধিদের সহিত নিয়মিত সভা করা, প্রতিটি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উঠান বৈঠকের আয়োজন করার সুপারিশ করেন।
সম্প্রতি তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে সফলতার প্রশংসা করে, বক্তারা মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের সভাপতিত্বে অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব জোবায়ের হোসেন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *