৪ কেজি গাঁজাসহ আটক ব্রাহ্মণবাড়িয়ার দুই কিশোর। -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
ব্রাহ্মণবাড়িয়ার দুই কিশোর কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছে। কটিয়াদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এসআই মো. দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন হিরাতলা এলাকার ফারুক মিয়ার ছেলে মো. জুনাইদ (২০) এবং পার্শ্ববর্তী কাশিনগর এলাকার মৃত সায়েদ খার ছেলে দেলোয়ার হোসেন দিলুকে (১৯) আটক করে প্রত্যেকের কাছ থেকে ২ কেজি করে গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মামলা হয়েছে।