• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

করিমগঞ্জে হাজারো কৃষকের বজ্রমুষ্টি শপথ এক ইঞ্চি জমিও আমরা অনাবাদী রাখবো না

কৃষকদের শপথ করাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে হাজারো
কৃষকের বজ্রমুষ্টি শপথ
এক ইঞ্চি জমিও আমরা
অনাবাদী রাখবো না

# নিজস্ব প্রতিবেদক :-
সম্ভাব্য দুর্ভিক্ষ বা খাদ্য সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার শপথ করেছেন করিমগঞ্জের হাজারো কৃষক। আজ ২ অক্টোবর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার কৃষক বজ্রমুষ্টি উঁচিয়ে এ শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় করিমগঞ্জ উপজেলা প্রশাসন এই অভুতপূর্ব কৃষক সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক কৃষকদের প্রতি উৎপাদন বাড়াতে অনুরোধ জানিয়ে বলেন, একটু জায়গাও যেন অনাবাদি না থাকে। সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা দেওয়া হবে কৃষকদের। তারাই খাদ্যশস্য উৎপাদন করে আমাদের বাঁচিয়ে রাখেন।
সমাবেশে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীনুল ইসলামের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, করিমগঞ্জ পৌর মেয়র মো. মুসলেহউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদউল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, বীরমুক্তিযোদ্ধা মো. ইকবাল, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মো. সায়েম, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন প্রমুখ। সমাবেশে সরকারের ভর্তুকি মূল্যে বারঘরিয়া ইউনিয়নের দু’জন আর নেয়ামতপুর ইউনিয়নের একজন কৃষককে কম্বাইন হার্ভেস্টার প্রদান করা হয়। এছাড়া কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সমাবেশে যোগ দিয়ে কিরাটন ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কৃষক শামুছুল হুদা বললেন, করোনার সময় সবাই যখন ভয়ে ঘরে বন্দি, আমরা তখন খাদ্য উৎপাদনে মাঠে ছিলাম। ওই সময় বোরো ও আমনের বাম্পার ফলন হয়েছে। দেশের প্রয়োজনে সামনের যে কোনো সঙ্কট মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। একই ইউনিয়নের দক্ষিণ বিলাপাড়া গ্রামের কৃষক ওসমান গণি বলেন, আমরাও খবর রাখি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে খাদ্যশস্যের রপ্তানিতে সমস্যা হচ্ছে। টাকা দিয়েও এখন আর সহজে খাবার পাওয়া যাচ্ছে না। কাজেই আমাদের খাদ্য আমাদেরই ফলাতে হবে। কীভাবে কী করতে হবে, তা জানতেই মিটিং শুনতে এসেছি। তবে তাদের দাবি, উৎপাদিত ফসলের ন্যায্য দাম চাই, কৃষি উপকরণের দাম কমাতে হবে। তা না হলে কৃষকরা উৎসাহ পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *