# মন্তোষ চক্রবর্তী :-
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীও গ্রহণ করা হয়। এই সব কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ। এছাড়াও সফল যুব আত্মকর্মী ৩ জনকে পুরস্কৃত করা হয়।
আজ ১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ্ আল মামুন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এই সময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আকন্দ, সমবায় কর্মকর্তা মো. আবু আসলাম, তথ্য আপা তনুশ্রী ভৌমিকসহ দুই শতাধিক যুবক অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার।
সভা শেষে ৩ জনের মাঝে দেড় লক্ষ টাকা এবং ৩০ জনকে প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হয়।