• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version

সাড়ে ৪ মাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ

সাড়ে ৪ মাস পর
করোনামুক্ত হলো
কিশোরগঞ্জ

# নিজস্ব প্রতিবেদক :-
প্রায় সাড়ে ৪ মাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ। রোববার সদর উপজেলায় চিকিৎসাধীন একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হলো। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ১৫টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে কেবল সদর উপজেলার একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হয়েছে। এর আগে টানা ২ বছর করোনায় ভয়াবহ সংক্রমণ আর মৃত্যুর জের টেনে গত ১৭ এপ্রিল জেলা করোনামুক্ত হয়েছিল। এরপর টানা ৫৬ দিন জেলা করোনামুক্ত থাকার পর গত ১৩ জুন সদরে একজন রোগি শনাক্ত হওয়ার মধ্যে দিয়ে জেলায় আবার করোনা সংক্রমণ শুরু হয়। অবশ্য এসময়কারে পরিস্থিতি কখনই প্রথম দুই বছরের সংক্রমণের পর্যায়ে যায়নি। তবে প্রায় সাড়ে ৪ মাস পর রোববার আবার জেলা করোনামুক্ত হলো। জেলার ১৩ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছিল মোট ১৪ হাজার ৪৮২ জন, আর মৃত্যুবরণ করেছে ২১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *