• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মাসব্যাপী বাণিজ্যমেলা উদ্বোধন

বাণিজ্যমেলার উদ্বোধন করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মাসব্যাপী
বাণিজ্যমেলা উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্যমেলা-২০২২। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সহযোগিতায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেটিয়ামের বহিরাঙ্গনে আয়োজন করা হয়েছে এ মেলার। সোমবার (৩ অক্টোবর) বিকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে সহ-সভাপতি জেলা নাসিব সভাপতি শেখ ফরিদ আহম্মদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল ও পৌর মেয়র মাহমুদ পারভেজসহ বক্তৃতা করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান, সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।
মেলায় কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্যের স্টল বরাদ্দ নিয়েছেন। প্রায় চার বছর পর কিশোরগঞ্জে এরকম বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মাঝে করোনা মহামারির কারণে এরকম মেলার উদ্যোগ নেয়া সম্ভব ছিল না বলে মাঝে দীর্ঘ বিরতি পড়ে গেছে বলে আয়োজকরা জানিয়েছেন। এ ধরনের মেলায় কেবল পণ্য বেচা-কেনা হয় না, দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত পণ্যের পরিচিতি, প্রচারণা এবং বাজার সম্প্রসারণ এ ধরনের মেলার একটি অন্যতম উদ্দেশ্য থাকে বলেও আয়োজকরা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *