• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করায় র‌্যাবের হাতে ভাই-বোন আটক

র‌্যাবের হাতে আটক ভাই-বোন পাঁপড়ি চৌধুরী ও রফিকুল হক পাভেল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নগ্ন ছবি তুলে
ব্ল্যাকমেইল করায় র‌্যাবের
হাতে ভাই-বোন আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে পর্ণো ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে রথখলার সরফরাজ চৌধুরীর ছেলে-মেয়েকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর একজন মাংস ব্যবসায়ী র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন, তার মাংসের পাওনা টাকা আনার জন্য গত মার্চ মাসে তাকে তাড়াইলের বেলংকা এলাকার রুহুল আমিন কাঞ্চনের স্ত্রী ও শহরের রথখলা এলাকার সরফরাজ চৌধুরীর মেয়ে মোছা. পাঁপড়ি চৌধুরী (৪৮) তাদের শহরতলির পূর্ব তারাপাশা এলাকার ভাড়া বাসা সুরভী ভিলার তৃতীয় তলায় ডেকে নেন। এরপর তাকে মৃত আব্দুল মালেকের ছেলে পাঁপড়ি চৌধুরীর জামাতা জুবায়ের ইসলাম(৩০), পাঁপড়ি চৌধুরীর ছেলে সাব্বির হোসেন শান্ত (১৮) এবং সফরাজ চৌধুরীর ছেলে পাঁপড়ির ভাই রফিকুল হক পাভেল (৪৬) জোরপূর্বক ওই মাংস ব্যবসায়ীকে উলঙ্গ করে ছবি তুলে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। তারা আরও দেড় লাখ টাকা দাবি করেন, নইলে নগ্ন ছবির পোস্টার ছেপে শহরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেবেন বলে হুমকি দেন। পরবর্তীতে পর্ণো পোস্টার ছেপে বিভিন্ন সময় টাকা আদায় করতে থাকেন। অবশেষে মাংস ব্যবসায়ী ১৪ সেপ্টেম্বর র‌্যাব অফিসে অভিযোগ দিলে মেজর শাহরিয়ার মাহমুদ খান তাকে ডেকে নিয়ে সব বর্ণনা শুনে অভিযানে নামেন। এদিনই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পাশের পাকা রাস্তা থেকে পর্ণো ছবি ও নোংরা ভাষাসংবলিত একটি ডিজিটাল ব্যানারসহ সরফরাজ চৌধুরীর ছেলে রফিকুল হক পাভেলকে হাতেনাতে আটক করা হয়। তার তথ্যমতে পাঁপড়ি চৌধুরীকেও সুরভী ভিলা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা এসব অপরাধের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছেন। অপর দুই অভিযুক্ত পাঁপড়ি চৌধুরীর জামাতা জুবায়ের ইসলাম (৩০) ও পাঁপড়ি চৌধুরীর ছেলে সাব্বির হোসেন শান্তকে (১৮) ধরার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *