• সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সাহিত্য ও
সাংস্কৃতিক সম্মেলনের
প্রস্তুতি সভা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, বাংলা একাডেমির উদ্যোগে দেশের জেলায় জেলায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জে অক্টোবরের শেষ সপ্তাহে সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন আয়োজন করা হবে। এর জন্য তিনটি পৃথক বিষয়- জেলার সাহিত্য-সংস্কৃতি, জেলার কবিতা ও ছড়া এবং জেলার কথাসাহিত্য, নাটক ও প্রবন্ধের ওপর তিনজনের কাছ থেকে প্রবন্ধ গ্রহণ করা হবে। আগ্রহীদেরকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রবন্ধগুলো জমাদানের অনুরোধ করা হয়েছে। এর মধ্যে থেকে নির্ধারিত কমিটি যাচাই-বাছাই করে তিনটি বিষয়ে তিনটি প্রবন্ধ নির্বাচন করবে। এগুলো সম্মেলনে সংশ্লিষ্ট লেখকগণ পাঠ করবেন।
সাহিত্য সম্মেলনে একটি উদ্বোধনী অনুষ্ঠান থাকবে। এরপর ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস ও নাট্যকারদের নাটক থেকে তিন মিনিট করে পাঠের আয়োজন থাকবে। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে বলে সভায় জানানো হয়। তবে সম্মেলনে নির্ধারিত কবি-সাহিত্যিকদের নিবন্ধন করতে হবে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আবারও সবিস্তারে আলোচনা করা হবে মর্মে আজকের সভাটি মূলতবি করা হয়। প্রস্তুতি সভায় জেলার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *