কিশোরগঞ্জের নিকলীতে ৩ বছরের শিশুপুত্রকে গলাটিপে হত্যার দায়ে মাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। নিকলী থানার ওসি মনসুর আরিফ জানিয়েছেন, নিকলীর জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী চাঁদনী (২০) পারিবারিক বিরোধের জেরে তাদের শিশুপুত্র জুবায়েতকে হত্যা করেছেন। প্রায় চার বছর আগে নূর মিয়ার ছেলে করিমের সঙ্গে প্রতিবেশি চাঁদনীর বিয়ে হয়। গতবছর পারিবারিক বিরোধে চাঁদনী বাবার বাড়ি চলে যান। শিশুপুত্র কখনও বাবা কখনও মায়ের কাছে থাকতো। গতকাল ৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে যুবায়েত মায়ের কাছে যায়। তাকে বিকালে দাদী সুফিয়া খাতুন আনতে গেলে মা চাঁদনী জানান, যুবায়েত বাবার বাড়ি চলে গেছে। কিন্তু সন্ধ্যায় পার্শ্ববর্তী আব্দুল হামিদের পুকুর পাড়ে যুবায়েতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ রাতে গিয়ে লাশ উদ্ধার করে এবং মা চাঁদনীকে গ্রেফতার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর শনিবার সকালে শিশুর বাবা আব্দুল করিম বাদী হয়ে নিকলী থানায় চাঁদনীকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। আর চাঁদনীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।