• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড

আল্লাহ (সুব.) এর মানব সৃষ্টির মূল উদ্দেশ্যআল্লাহ (সুব.) এর মানব সৃষ্টির মূল উদ্দেশ্য; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

একটি সময় আমাদের অর্থাৎ মানবজাতির কোন অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। ছাদ স্বরূপ বিশাল আকাশের  নীচে, সমতল যমীনের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের জীবন ধারণের সকল উপকরণের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এক কথায়, আসমান এবং যমীনের সব কিছুই আমাদের কল্যাণার্থে নিয়োজিত রেখেছেন। আমাদের জন্য এ সকল ব্যবস্থা করে দিয়ে মহান আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি মনে কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট ফিরে আসবে না? (সূরা মুমিনূন:১১৫)অন্যত্র তিনি বলেন, মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? (সূরা কিয়ামাহ:৩৬)অর্থাৎ উল্লেখিত দুইটি আয়াতের মাধ্যমে মানবজাতিকে যে অনর্থক সৃষ্টি করা হয়নি সেই বিষয়টিই বুঝানো হয়েছে। আর মানবজাতিকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অন্যত্র ঘোষণা হয়েছে যে,আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য, (আর) এ জন্য তাকে করেছি শ্রবণশক্তি ও দৃষ্টি শক্তির অধিকারী। (সূরা দাহর:২)অন্যত্র আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে উত্তম। আর (একদিকে যেমন) তিনি মহাশক্তিধর (আবার অন্যদিকে) অতি ক্ষমাশীল। (সূরা মূলক:২)সূরা যারিয়াতে এসেছে, আমি  জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণে যে, তারা আমারই ইবাদত করবে। (সূরা যারিয়াত: ৫৬)মুআয ইবনে জাবাল (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) বলেন, হে মুআয! তুমি জান কী? বান্দার উপর আল্লাহর হক কী? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। নবী (সা.) বললেন, বান্দার উপর আল্লাহর হক হল বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরীক করবে না। (বুখারী: তাওহীদ পর্ব)উল্লেখিত আয়াতসমূহ এবং রাসূল (সা.) এর সহীহ হাদীসের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, আমাদেরকে সৃষ্টি করার পেছনে বিরাট একটি উদ্দেশ্য নিহিত রয়েছে। আল্লাহর দেয়া পবিত্র রিয্কসমূহ আহার করে, পরিবার বর্গকে নিয়ে সুখ-স্বাচ্ছন্দে জীবন যাপন করা আর বংশ বিস্তার করাই মূল লক্ষ্য নয়। বরং কে আল্লাহর ইবাদতমুখী হয় আর কে আল্লাহর ইবাদত বিমুখ হয় এটাই তিনি যাচাই করতে চান। মানুষদের মধ্যে কারা আল্লাহর ইবাদত করে তা তিনি দেখতে চান। আর মুআয বিন জাবাল (রা.) কর্তৃক বর্ণিত হাদীস থেকে তো আরো স্পষ্ট হয়ে যায় যে, আল্লাহর সাথে কোন অংশীদার স্থাপন না করে একনিষ্টতার সাথে বান্দা আল্লাহর ইবাদত করবে, এটা বান্দার উপর আল্লাহর হকও বটে। তাই বলা যায় যে, কুরআন ও সুন্নাহর আলোকে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হল একমাত্র আল্লাহর ইবাদত করার মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা করা। আর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের উচিত হল, আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্যকে নষ্ট না করে ইবাদত করার মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করা। আর সেই জন্য কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইবাদত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমীন
প্রচারে : আসুন  কুরআন পড়ি, সফল জীবন গড়ি। আল- শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *