সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছোটখাট সংস্কার, ক্রীড়া সামগ্রি, আসবাবপত্র, স্যানিটেশন সামগ্রিসহ প্রয়োজনীয় কেনাকাটার জন্য প্রতি বছর স্লিপের টাকা বরাদ্দ দেয়। কটিয়াদী উপজেলার ২৬ নং চান্দপুর বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ও স্লিপের টাকা পেয়েছিল। সেখান থেকে টাকা বাঁচিয়ে ৫ম শ্রেণীর ৪০ শিক্ষার্থীকে জ্যামিতি বক্স উপহার দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম বুলবুল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের হাতে এসব জ্যামিতি বক্স তুলে দেন। এছাড়া বিদ্যালয়ের নিজস্ব মাঠ থাকলেও একটি ফুটবলের অভাবে শিক্ষার্থীরা ফুটবল খেলতে পারছিল না। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ভাল করতে পারছিল না। ফলে সভাপতি ব্যক্তিগত টাকায় বিদ্যালয়ের জন্য একটি ফুটবল কিনে দিয়েছেন। সভাপতি সামছুল আলম বুলবুল জানিয়েছেন, এবার স্লিপের টাকা থেকে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ফ্লোরের ম্যাট কিনেছেন। বিদ্যালয়ে রং করেছেন। শিক্ষার্থীদের খাতা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের বিনোদনের জন্য বড় বড় পুতুল রাইড কেনা হয়েছে।