• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version

রাষ্ট্রপতি আবদুল হমিদ ৪ দিনের সফরে নিজ এলাকায় যাচ্ছেন

রাষ্ট্রপতি আবদুল হমিদ
৪ দিনের সফরে নিজ
এলাকায় যাচ্ছেন

# নিজস্ব প্রতিবেদক :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটানা উপজেলায় যাচ্ছেন। তিনি ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনসহ মোট ৭ বার এই এলাকা থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি হেলিকপ্টারযোগে ২২ আগস্ট বিকাল পৌনে ৪টার দিকে নিজ উপজেলা মিঠামইনে অবতরণ করবেন। এরপর ডাকবাংলোতে গার্ড অফ অনার গ্রহণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সরকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাসভবনে রাত্রিযাপন করে পরদিন ২৩ আগস্ট সকাল ১১টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করবেন। এদিন বিকাল ৩টায় অষ্টগ্রাম গিয়ে সেখানকার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন। রাত ৯টায় আবার মিঠামইনে নিজ বাড়িতে ফিরে আসবেন। সফরের তৃতীয় দিন ২৪ আগস্ট সকাল ১১টায় রাষ্ট্রপতি মিঠামইনের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করবেন। এদিন বিকাল ৩টায় তিনি মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করবেন। আর বিকাল ৫টায় তিনি ইটনায় গিয়ে সেখানকার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন। রাত ৯টায় তিনি মিঠামইনের নিজ বাড়িতে ফিরে আসবেন। সফরের শেষদিন ২৫ আগস্ট বিকাল পৌনে ৩টায় তিনি নিজ বাড়িতে গার্ড অফ অনার গ্রহণ করে ৩টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *