• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

জন্মাষ্টমীর শোভাযাত্রা। (ইনসেটে) ক্ষুদে রাধা-কৃষ্ণ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জন্মাষ্টমী
উপলক্ষে শোভাযাত্রা

# নিজস্ব প্রতিবেদক :-

সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে কিশোরগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হয়েছে। আজ ১৯ আগস্ট শুক্রবার সকালে শহরের কালিবাড়িতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রাসেল শেখ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কালিবাড়ির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, সাবেক সভাপতি অনিল চন্দ্র প-িত, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য প্রণব সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক প্রদীপ সরকার, সাবেক সম্পাদক নারয়ণ দত্ত প্রদীপ, কালিবাড়ির সম্পাদক পলাশ দত্ত রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সম্পাদক পল্লব কর, অরুণ সরকার, অ্যাডভোকেট সমর সরকার প্রমুখ। শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের শ্যামসুন্দর জিউর আখড়ায় গিয়ে প্রসাদ বিতরণ করা হয়। শোভাযাত্রায় ক্ষুদে রাধা-কৃষ্ণও ছিল।

জন্মাষ্টমীর শোভাযাত্রা। (ইনসেটে) ক্ষুদে রাধা-কৃষ্ণ -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *