• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সৎ মেয়ের জামাতা হত্যায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড

ঘাতক আবু বকর

কিশোরগঞ্জে সৎ মেয়ের
জামাতা হত্যায় পিতার
যাবজ্জীবন কারাদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে সৎ মেয়ের জামাতার খুনি শ্বশুর আবু বকরের (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান আজ ১৭ আগস্ট বুধবার তার রায়ে পূর্ব তারাপাশা এলাকার আবু বকরের বিরুদ্ধে তার উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, শহরের বত্রিশ এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে রূপক চন্দ্র বণিক (৩৫) ধর্মান্তরিত হয়ে ওমর ফারুক নাম ধারণ করে আবু বকরের সৎ মেয়ে শারমিনকে বিয়ে করে তাদের বাড়িতেই বসবাস করতেন। আবু বকর এ বিয়ে মানতে না পেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে নিজ বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জামাতাকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন বাদী হয়ে ওইদিনই সৎ পিতা আবু বকরকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা করলে আবু বকর জামালপুর ও হবিগঞ্জে পালিয়ে থেকে কিশোরগঞ্জ শহরতলির নাকভাঙ্গা এলাকায় আসলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে ওই বছর ৩ জুন গ্রেফতার করে। আর ওই বছর ১২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই অজিত কুমার সরকার আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আজ বুধবার আসামির উপস্থিতিতে মামলার উপরোক্ত রায় প্রকাশ পায়। এরপর আসামিকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *